মহীতোষ গায়েন

শব্দের মিছিল

■ কৃষক ও শ্রমিকের গান

মহীতোষ গায়েন


মাঠে মাঠে সোনালী ফসল তবুও​
খিদের জ্বালায় বিনিদ্র রাত কাটে,
কর্মহীন পরিযায়ী শ্রমিক ও নিরন্ন
কৃষক আমরা লাঞ্ছিত কত অসহায়।

আমাদের সব রক্ত জল হয়,শ্রমের
ঘাম পায়ে পড়ে,রোদে পুড়ে,জলে
ভিজে আমরা চাষ করি,ফসলের
মাঠে মাঠে আমাদের কান্না ভাসে।

নবান্ন এসে ফিরে যায়,উৎসবের
আনন্দ আশ্বাস হাওয়ায় মেলায়,
জীবনের গাছ থেকে স্বপ্নকুসুম​
ঝরে যায়,নির্মম শোষণ বঞ্চনায়।

এসো জোট বাঁধি প্রতিবাদে গানে​
প্রতিরোধ গড়ে তুলি হাটে মাঠে
বন্দরে ঘাটে,এসো রুটি রুজির
জন্য আরো একবার পথে নামি।

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন