চিন্ময় ঘোষ

শব্দের মিছিল

■ নির্লজ্জ


যে রঙ তোমার পছন্দের না
সুযোগ পেয়েই ঘ্যাচাং ফুঃ!
তখন তোমার সবটুকুতেই ফিলগুড
সর্বময় অধিষ্ঠাত্রীর দেয়ালা সুখ
তার গন্ধ এমন ম' ম'
চারপাশে সব মধুমক্ষির ভন্ ভন্ ভিড় চ্যালা-চামুণ্ডা অতি তৎপর​
জুটলো কত চাটুকার আর মোসাহেবি চাকরবাকর
ফটাং ফটাং চলার ফ্যাশন তোমার কেতা
কত কেলো-কেষ্ট-বিষ্টু-কানকাটাদের​
হিল্লে হলো
একে ধর ওকে ছাঁট, বেগরবাই
করলে পরেই টুসকি মেরে দে উড়িয়ে!​
পা চাঁটছে কতো কুকুর​
আদেখলা সেয়ানাঘুঘু উচ্ছিষ্টের ভাগ পাবে তাই পায়ের কাছে করছে ঘুরঘুর
হারাম খেকো আরাম-বিরাম সুখের মোহে​
জুটলো যত খচ্চর আর কিছু গাধা​
ট্যাঁ ফু আর কেউ করেনা এখন তারা​
কিন্তু দ্যাখো, লুটতরাজের নেশার ঘোরে
খেই হারিয়ে যা-ই বলছো​
এখন কেউ আর শুনছেনা তা,ঘটি বাটি​
সবই তোমার যায়রে বুঝি!​
সুযোগমতো ঢঙয়ের খেলার সঙটি সাজো
তোমার খাপে যথাযথ মানানসই তা
শালীনতা শিষ্টাচারের পাঁচিল ভেঙ্গে​
ভিক্ষাপাত্র হাতে নিয়ে​
নেমে এলে সুযোগমতোই​
পিছন ফিরে দেখলেই না​ ​
আবালবৃদ্ধ অগনিত মুখের ভিড়ে​
চোখের জলে ধুয়ে যাচ্ছে এক চেতনা​
ভেসে যাচ্ছে প্রিয়তম একটি মানুষ​
স্বভাবে ছিল তোমার রঙের বড্ড অমিল
তাকেই তুমি নিতান্ত এক পণ্য ভেবে​
বাজার করতে নেমে পড়লে!
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ 

■ পত্রপুট

মুখের কথা মুখ ফস্কেই বেরিয়ে যায়​
ঘাট পেরিয়ে ওপার গেলেই​
সে সব কথা ফুস মন্তর
কে আর বলো পড়ছে গেরোয়
কথা কি আর কথায় থাকে​
নেহাতই এক পত্রপুটের বর্ণচোরা মুখের গড়ন ভাসতে ভাসতে আকাশ ভ্রমণ​
রোদ বৃষ্টি ধুলাবালির বছর কয়েক গেরস্থালি
খেলতে খেলতেই কথারা সব তুলট কাগজ​
ভাঙাচোরা অক্ষর সব ন্যাতানো খড়
সময়টি যেই ফুরিয়ে এলো
দরজাখানায় টোকা দিল হুঁশবাবাজি​
বাঁশি তো সেই বেজেই গেলো পরের খেলার​
আবার মাঠে নামতে হবে বদলি ঢঙে​
নতুন ঠমক​
গায়ের জামা পাল্টে ফেলো
সুতলি নতুন, পুরোনো সেই খড়কাঠামো
অন্য সাজে আবার নতুন​
রঙবাহারি পত্রপুটের নতুন গমক

এমন খেলা বুঝবে বল কোন আহম্মক!
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ 

■ সূর্যস্নান

দুচোখে জড়ানো ঘুম​
রাতের উপান্তে জ্বলে শুকতারা​ ​
স্থির চোখে চেয়ে চেয়ে ভোরকে সে ডাকে​
আমার যে যত সুখ শামুকের খোলে
জড়তার জাল ছিঁড়ে
নিষ্পাপ মুখখানি তাইতো খুঁজিনা
এভাবেই ভোর আসে রোজ, ফিরেও সে যায়​
দ্বিধাহীন খুলে দেয় আলোর মুকুর​ ​
রাত জুড়ে জমে থাকা পিচ্ছিল ভয়
লালিমায় ধুয়ে যাক সূর্য সকালে​
কে আছো, ভাঙাও ঘুম সজোর আঘাতে
এসো, একসঙ্গে করি সূর্যস্নান
ভোরের প্রথম রঙে​
আগামীর দিন হোক রাঙা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.