আভা সরকার মন্ডল



■ সিঁড়ি

আভা সরকার মন্ডল

ওপরে দাঁড়ালে সিঁড়ির ধাপগুলোর
নিচে চলে যাওয়া দেখা যায় ।
নীচে নেমে, জলের কাছে দাঁড়ালে আবার​
সেই সিঁড়িকেই​ দেখা যায় উপরে উঠে যেতে।

কোথায় দাঁড়াতে হয় ?​
উপরে? না নীচে?--
এই সমীকরনের সমাধান কেউ করে রাখেনি।

ভাঙ্গনের প্রস্তুতি নিয়েই তাই
ঝড়ের সাথে ঘাড় দুলিয়ে গল্প করতে আসা​
সেই জানে, রহস্যময় জীবনের​ খুঁটিনাটি​
কাছে এলেই তার ,জানা যায়--
গড়েও সে , লোকচক্ষুর অন্তরালে ---
সমৃদ্ধির পাহাড় ।

নীচে ছুঁড়ে ফেলে কখনো কখনো
পরিচয় করিয়ে দেয় উপরে ওঠার​ ধাপগুলোর সাথে​
একথা ঠিক নয় যে---
ঝড় সর্বদা ভাঙ্গনেই মাতে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.