অনিন্দিতা সেন

শব্দের মিছিল

■ হঠাৎ

অনিন্দিতা সেন


ভালবাসার কল্পনাটাই অলীক সুখের​
চাবির মত,
এই ত গেল, এই বা এল মন খারাপি
​সন্ধ্যে যত।
নাভিমূলে শিমূল রাখো শিউলি ভেজা​
মিথ্যে সুখে,
​নদীর মত বইয়ে দেওয়া ঢেউয়ের সাথে
দুঃখ থাকে।
হঠাৎ যখন বৃষ্টি জলের আলুথালু​
চিঠি...
মীড়ের মত মনের ঘরে চৌরাশিয়ার​
দিঠি...
​ছায়ার সাথে সূর্য্য মাখি স্বপ্নে ঘেরা​
বন্ধকি তে
তেজপাতা রং বনের মাঝে কুন্দ ফুলের​
নাকছাবি তে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.