■ শব্দের মিছিল
আভা সরকার মন্ডল
শব্দ ভান্ডারের প্রতিটি শব্দের পদচারনাই সংযত নয়
তাদের ধরে বেঁধে উপযুক্ত স্থানে সাজিয়ে দেয়ার দায়িত্ব নেয় কলম ।
হাজার হাজার শব্দের কলকাকলিতে
মুখরিত উঠোনে যখন বিশৃঙ্খলতা,
স্বয়ংসম্পূর্ণ, সুস্বাস্থ্যের, ঝলমলে সু-শব্দগুলো
এগিয়ে এসে তখন একত্রে পথচলার শপথ নেয়
নির্ভীক লেখনীর ছত্রছায়ায়।
---জন্ম হয় স্লোগানের ।
সেই স্লোগানধারী লেখনী কে শ্রদ্ধা জানাতে
মুক্তি দু'হাত তোলে ---
গৌরব খেলা করে ঘর বারান্দায়
শব্দের মিছিল এগিয়ে চলে দৃপ্ত পায় ....
সুচিন্তিত মতামত দিন