ঋত্বিকা দাস

শব্দের মিছিল

■স্বপ্নের শহর
ঋত্বিকা দাস

আত্রেয়ির আহ্বানে ফিরেছি বারবার, আমার শহর জানে কেবল শিল্পচর্চা। সমগ্র শীতে সাজে রঙের উৎসবে, সন্ধ্যায় ইমনের সুরে নূপুরের কলতান তৃপ্ত করে কোটিবর্ষ চেতনা ।

ভোরের স্নিগ্ধতায় নির্বাস শরীরে চেয়ে থাকি কাঁটাতারের ওপারে।

রাষ্ট্রীয় কাঠামোয় দ্বিধাবিভক্ত বাংলা মিশে আছে গঙ্গা-পদ্মার সমান্তরাল জলস্রোতে। ইতিহাস গড়া- ভাঙার সাক্ষ্য মাত্র । বিভাজন শুধু দেশান্তরে, ধর্ম আর শ্রেণীকাঠামো জুড়ে । শিল্পের আবর্তন বৃহৎ পরিসরে মুক্তধারার জতুগৃহে। অকালবসন্তে সৃষ্টির সমবেত উপলব্ধি দূরত্বকে করবে মলিন, প্রেম হবে চির আয়ুষ্মান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.