সুজাতা_দে

সুজাতা_দে

■ বন্ধু_থাকো_ওদের_সাথে

সুজাতা_দে

বড় হবার সেসব দিনে​
বলতে চেয়েও হয়নি বলা
অনেক কথা গোপন ঢাকা;
শ্রদ্ধা রেখে যায় না চলা।

সব কথা কি সবার মাঝে​
যায় গো বলা সবখানেতে
বলতে আছে যা সব কিছু
ঘটে গেছে অলক্ষ্যেতে।

কিশোর থেকে পুরুষ পথে​
নির্জন স্নান ছাদের কলে
জ্যাঠতুতো দি মেলতে কাপড়
গামছাতে টান মজার ছলে।

মেলার ভীড়ে পুতুল কিনে
পাড়ার দেবু-কা ফিরতি পথে
লাগায় ব্যথা কিশোরী বুকে
শ্রদ্ধা চড়ে ঘেন্না রথে।

এই মাসিটা খুবই বাজে
অফিসফেরত মা ক্ষেপে যায়;
কেমন করে মাকে বলি..
তোমার 'সোনা'-র ঘন্টা বাজায়।

পুরুষ টীচার চাই না বাপি
মা মরা মেয়ে- ঘর যে খালি;
হয়নি বলা বাবাকে আর..
দিয়েছে গোপন অঙ্গ জ্বালি।

এমন আরো গোপন কথা
কিশোর বুকের ক্ষতস্থানে
আজীবন বইছে ব্যথা​
সেই কিশোরী একাই জানে।

অভিভাবক সজাগ থাকো
প্রলেপ দেবার চেয়ে ভালো
শিশু-কিশোর বন্ধু হলে
মুছবে এমন যতো কালো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.