x

প্রকাশিত | ৯২ তম মিছিল

মূল্যায়ন অর্থাৎ ইংরেজিতে গালভরে আমরা যাকে বলি ইভ্যালুয়েশন।

মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।

স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -

চলুন মিছিলে 🔴

শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০২০

রুমা ঢ্যাং অধিকারী

sobdermichil | ডিসেম্বর ২৫, ২০২০ | | মিছিলে স্বাগত
রুমা

■ তন্বী সুখের বাবলস
রুমা ঢ্যাং অধিকারী


সিকিমের বনে হরেককিসিম মেঘ
নদী হয়ে বয়ে যায় শ্রম...

বাইরে চেয়ার পাতা। তার অদূরে গ্রাম্য কবিতারা
ঘাপটি মেরে থাকে। শুধু উইংস বদলে যায়, পাহাড়ও
গভীর রাতে হেসে চলে যায় রামের পুত্রবধূরা

এত লাশউৎসবের পরেও তারা কেমন যুগহীন এক তৃষ্ণা নিবারণ করে যায়
ধুপিপাতার ধোঁয়ায় তারা ঘরময় ছড়িয়ে রাখে পূর্বপুরুষের শিকড়

পাহাড়ে সন্ধের খাদগুলো তবু মনে হয় বড় অন্ধ​
কিন্তু ধমনীসুলভ সায়াহ্নের সুবাসে...
​টাটকা অনুভূতির সাথে আমার নিশ্চই দেখা হবে
তখনও রাংতার প্রয়োজন
যেমন প্রয়োজন ফুলের স্নেহের​

সমস্ত অভিঘাতের বিরুদ্ধে এইভাবে শিল্প গড়ে উঠলে
এইসকল তবকগুলোই হবে কবিতা​
​ ​যা তন্বী সুখের বাবলস


■ উৎসর্গ

১/

ঘন্টা চিনিয়ে দিচ্ছে ঘটিগরমের ঘাম​
শিস দিয়ে তখন খাঁচার মালিক বাসন তোলে ঘরে
আর জল দিয়ে লিখে রাখে
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রতিটা উৎসর্গের লিস্ট​

২/​

একটা এরোপ্লেন গোঙানি দিয়ে আরও ওপরে উঠল
অথবা মাটি ছুঁলো
হরেনবাবুর সংসারে এটুকুই আয় ব্যয়​

শুধু ঠোঁট চিপে চিপে একটা মশাল​
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অনায়াসে নিভে যাচ্ছে​

তবে থেকে কোলাহলের স্বাদ নোনতা​
আর জাবরের রং স্তব্ধের সঙ্গে মিশে...

একটি ধুন অথবা ধুনোComments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

�� পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ শব্দের মিছিলের সর্বশেষ আপডেট পেতে, ফেসবুক পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.