■ হিমবর্ষী জোৎস্না
নাসির ওয়াদেন
একটু সরে যায়নি জোয়ান ঘাসের বুক
শীতকালীন মধ্যাহ্নে পোড়া বনবাস
কথা থাক পাঁজরে, বরফ ধুলোর সাথে
কতদিন দেখিনি তাকে, মাধবী লেবাস
সারা শরীরে জন্মদাগ দেখেছি
সন্ধ্যা সংকেত-ধ্বনি, পৌষো শিশির ,
আধপোড়া পাতার ইঙ্গিত শীৎকারে
কুয়াশার বুনো দাঁতগুলো ছিঁড়ে
শুধুই ভেসে যায় হেমন্তে কাঁটাছেঁড়া শির
নজরবন্দী কাঁচ অচেনা স্তনকে ছুঁয়ে
উল্লাসে ফেটে পড়ে
মেঘরঙা কিশোরীর এলোরোদ চুল
গাভীন বাতাস মেখে উড়ে আকাশী অম্বরে
ছায়ার দীর্ঘশেকড়ে স্বাদহীন ভাষা
কথা ছিল হিমবর্ষী জোৎস্নার সুখ প্রত্যাশা
এক চুলও সরে আসেনি কাম উপবাসে
কস্তুরীরঙের মাংসলকুড়াল হানে লাশে
উন্মাদ চৈত্রের অচ্ছায়াময় রোদ্দুরের ঘ্রাণ
বেঁচে থাকা কিছু মান অভিমান,,,,
সুচিন্তিত মতামত দিন