কাজী জুবেরী মোস্তাক

শব্দের মিছিল

■ বিদ্রোহী হও 
কাজী জুবেরী মোস্তাক​


কবি তুমি বিদ্রোহী হও ,
তোমার কাছে বিদ্রোহী হওয়ার মন্ত্র আছে ;
বিদ্রোহীরাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে ।

কবি তুমি বিদ্রোহী হও ,
রুখে দাও সকল বিশ্বাসঘাতক নেতাদের ;
মনে রেখো সব কিছুই মিথ্যা প্রতিশ্রুতি ওদের ।

কবি তুমি বিদ্রোহী হও ,
জাহান্নামের আগুনের মতোই জ্বলে ওঠো ;
বিশেষ কিছু করার জন্যই বিদ্রোহী হয়ে ওঠো ।

কবি তুমি বিদ্রোহী হও ,
কখনোই স্বার্থপর কিম্বা ঈর্ষান্বিত হয়ো না ;
মৃত্যু মেনে নাও তবু মাথা নতো করে বেঁচো না ।

কবি তুমি বিদ্রোহী হও ,
জেগে ওঠার জন্য জ্ঞানী হয়ে আলো দাও ;
সকল বন্ধন ছিন্ন করে বন্ধ চোখটা খুলে দাও ।

কবি তুমি বিদ্রোহী হও ,
মৌলবাদী হয়ো না বরং তুমি কৌশলী হও ;
শয়তানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হও।​

কবি তুমি বিদ্রোহী হও ,
অবিচার অমান্য করার মতো সাহসী হও ;
নতুন পৃথিবী ; নতুন দিনের জন্য বিদ্রোহী হও।



■ কে খুনি 
কাজী জুবেরী মোস্তাক​

একটু ভীড়! ধীরে ধীরে ভীড় বাড়ছে
একদল মানুষ জটলাও পাকিয়ে আছে ,
কেউ একজন জিজ্ঞেস করলো কি হয়েছে ?
হটাৎ-ই একজন বললো মানবতা খুন হয়েছে ।

কি বিস্ময়! কারো কোন দুঃখ নাই
ধর্ম আর জাতের লড়াই লড়ছে সবাই ,
মানবতা খুন হলো কারো দায় স্বীকার নাই
রক্তাক্ত হাত নিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে সবাই ।

মানবতার খুনে আসলে খুনিটা কে
ঠাকুর;খান;ফাদার নাকি নাস্তিক কে ?
ধর্মকে দিয়ে খুন করানো হচ্ছে মানবতাকে
আসলে কেউই খুঁজে না মানবতার খুনিটাকে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.