গৌতম হাজরা



■ তোমাকে ছোঁবো বলে

গৌতম হাজরা

এই পর্যন্ত আমি তোমাকে ছুঁতে চাই
ওই পর্যন্ত কিছুতেই নয়,​
তোমার উচ্চতা তুমিই বানালে একা
কাছে যেতে তাই লাগে ভয়।​
পদ্যে লিখেছ অনেক ঘর গেরস্থালি
জলজ মেঘের মতো মাটি,​
অনন্ত আকাশের মতো চলাচল দেখি
আমি শুধু তার নীচে হাঁটি।​
তোমাকে ছোঁবো বলে কাগজে কলমে
নির্মাণের বাসনাটি রাখি,​
বাতাসে জোয়ার ঠেলে অস্থির সময়ে
দোলাচলে থাকি বাদবাকি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.