এখন লড়াইটা মুখোমুখি। জীবন যুদ্ধে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হওয়ার পরিস্থিতি বদলে গিয়েছিল মরে মরে বাঁচার বাস্তবতায়। অন্য কোনো লুঠেরা নয়, রাষ্ট্র লুঠ করেছে মানুষের সব অধিকার। কিন্তু আর কত? আর কত মরবে মানুষ? শিরদাঁড়ায় ভর করে এখন শুধু সোচ্চার হওয়ার সময়। রক্তাক্ত হতে হতে লড়ে যাওয়ার সময়। এই সময়ে তাই প্রতিবাদের প্রতিরোধের গোলাপ ফোটার গান।
গান- গোলাপ ফোটার গান
কথা- ইমন দাস
সুর ও কন্ঠ- প্রিয়াঙ্কা দে
যন্ত্রানুসঙ্গ পরিকল্পনা প্রয়োগ ও রেকর্ডিং- কৌশিক ঘোষ
সামগ্রিক ভাবনা- সৌরভ দত্ত
আনুষঙ্গিক সহযোগিতা- সায়ক সাহা
একটি ক্যাটস আই উপস্থাপনা
*ভিডিও তে ব্যবহৃত ছবি গুগল থেকে সংগৃহীত।
সুচিন্তিত মতামত দিন