■ বিকল্প
বিদিশা সরকার
এখানেই থেমে যাবো ভাবলে ---
ভাবতে বোলো না
আমি যে তোমার সান্নিধ্যের মিনারেল ওয়াটার
অন্ধকারে অভ্যস্ত হলে সহজ হবে সমস্ত আসবাব,
গিল্টি করা চুড়ির আওয়াজ
খুলে রাখা কার্ডিগান
আর ঘাম
অন্ধকারে অভ্যস্ত হতেই হবে
কারণ
সেরকমই কথা ছিল ।
এই জেগে থাকার থেকেই উচ্চারণ আর সমাধানের
বিভেদ মুছে যাবে,
মুছে যাবে রঙ বিষয়ক নিষেধাজ্ঞা
তোমার ছেঁড়া বোতাম অনায়াসেই সেলাই করে দেবো
অন্ধকারেই
তোমার ব্যথার পিঠে গরম সেঁক
তোমার মায়ের মতো
মেজো পিসীর মতো
অন্ধকারের মতো আগলে রাখবো
মুখ গুঁজে কান্নার একান্ত অনল !