■ গরীব মানুষের কবিতা
গরীব মানুষের কবিতা লেখা অত সহজ নয় হে -
হিম্মৎ লাগে।
ক’টা গরীব মানুষই বা চেনো তুমি?
সব রকমের লেখাই চলছে আজকাল
গদ্যকবিতা, পদ্যকবিতা, মুক্তধারা !
সব ধারাতেই শ’য়ে শ’য়ে কবি
আরো কত সব প্রবাসী বাচাল।
বুঝতেই পারি, এর মধ্যে তোমার স্বতন্ত্রতার টান,
যাকে বলে ওই একটু নেম রেকগনিশন।
কিন্ত যা বলছিলাম
গরীব মানুষের কবিতা লেখা অত সহজ নয়,
ক’টা গরীব মানুষই বা ঠিক ক’রে চেনো তুমি?
আসলে কি জানো, ঠিক চিনতে গেলে
জীবন বিনিময় দরকার।
কাটাতে পারো কিছুদিন মীনার মার হাঁড়ি ঠেলে,
পেটভরা খাবার নেই দুবেলা,
কালে অকালে বৃষ্টিবানের জল
বাবুদের মুখ ঝামটা, কুমতলবী ছেলেদের নজর,
এইসব নিয়ে কাটাবে মাসখানেক, দেড়েক --- ?
হিম্মৎ লাগে।
ক’টা গরীব মানুষই বা চেনো তুমি?
সব রকমের লেখাই চলছে আজকাল
গদ্যকবিতা, পদ্যকবিতা, মুক্তধারা !
সব ধারাতেই শ’য়ে শ’য়ে কবি
আরো কত সব প্রবাসী বাচাল।
বুঝতেই পারি, এর মধ্যে তোমার স্বতন্ত্রতার টান,
যাকে বলে ওই একটু নেম রেকগনিশন।
কিন্ত যা বলছিলাম
গরীব মানুষের কবিতা লেখা অত সহজ নয়,
ক’টা গরীব মানুষই বা ঠিক ক’রে চেনো তুমি?
আসলে কি জানো, ঠিক চিনতে গেলে
জীবন বিনিময় দরকার।
কাটাতে পারো কিছুদিন মীনার মার হাঁড়ি ঠেলে,
পেটভরা খাবার নেই দুবেলা,
কালে অকালে বৃষ্টিবানের জল
বাবুদের মুখ ঝামটা, কুমতলবী ছেলেদের নজর,
এইসব নিয়ে কাটাবে মাসখানেক, দেড়েক --- ?
বরং -
সব কিছু কলঘরের বাষ্পে ঢাকা আবছা মনে হলে
আঙ্গুল দিয়ে কাচে দু একটা পরিষ্কার লাইন টেনো
তোমার মধ্যে খানিকটা সহমর্মী ভাব আছে।
নাম করার পক্ষে সেটাই যথেষ্ট, বাকি কবিগুলো
শব্দমায়া নিয়ে অস্থির,
ব্রাত্য শ্রেণীর লোকের ছায়াও মাড়ায় না।
সব কিছু কলঘরের বাষ্পে ঢাকা আবছা মনে হলে
আঙ্গুল দিয়ে কাচে দু একটা পরিষ্কার লাইন টেনো
তোমার মধ্যে খানিকটা সহমর্মী ভাব আছে।
নাম করার পক্ষে সেটাই যথেষ্ট, বাকি কবিগুলো
শব্দমায়া নিয়ে অস্থির,
ব্রাত্য শ্রেণীর লোকের ছায়াও মাড়ায় না।
সুচিন্তিত মতামত দিন