তৈমুর খান

তৈমুর খান

■ নিবেদন


রোজ নিবেদন লিখে যাই​
জীবনের ঝরাপাতা কুড়োতে আসে না কেউ​
বাতাস ওড়ায় শুধু, বহুদূর​

নিদাঘের আকাশ ঘিরে ভরসার মেঘ আসে​
হয়তো করুণা, হয়তো বিস্ময়​
নিয়তির রুখাশুখা মাটি পাতে বুক​

রোজ নিবেদন ওড়ে​
বাতাসে বাতাসে পোড়া ছাই​


■ কালপ্রবাহ

একটি নদীর তীরে সূর্য হারাই রোজ​
খালি হাতে ফিরে আসি বাড়ি​
নদীর ঢেউয়ের গুঞ্জন​
গোধূলির নিসর্গ রূপকথা​
অন্ধকার মেখে ঘুমোতে যায়​

আড়মোড়া ভাঙে নদী​
নক্ষত্র বেদীতে কারা জেগে থাকে ?​
এশহর জানে না —
মাই নেম ইজ খান এর পর​
আবার কারা তাঁবু ফেলবে এখানে আবার​ !​

স্রোতের বিহঙ্গগুলি কেবলই ডানা ঝাপ্টায়….


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.