■ তোমাকে খুঁজি
তুমি এখন মস্ত লেখক,
তুমি বিরাট কবি,
এদিক-ওদিক চোখ পড়লেই—
দেখি তোমার ছবি।
আমিও লিখি অল্প স্বল্প
লিখি কাজের ফাঁকে,
আমার লেখা গল্পসল্প
ডায়রি ভরে থাকে।
ঠাণ্ডা ঘরে লেখো তুমি,
লেখায় আগুন ঝরে,
আমার ঘরে লেখার খাতা
ভিজেছে শিশিরে।
হিম পড়েছে লেখার গায়ে
আগুন আমার কই?
চারিদিকের দুঃখ দেখে,
দুঃখী হয়ে রই!
ভেজা লেখা কেউ কেনে না,
আগুন সবাই চায়,
আগুন-পোড়া মেয়ের গল্পে
আরাম খুঁজে পায়।
আগুন ধুয়ে, রক্ত মুছে
যদি সে পা বাড়ায়,
জ্যান্ত ভূতের কাব্য তবে
লিখবে তোমার খাতায়?
আমার গল্প আগুন নেভা,
দুঃখে আমি ভিজি,
আমার লেখা কিনবে না কেউ,
তাই তোমাকেই খুঁজি।
সুচিন্তিত মতামত দিন