সুধাংশুরঞ্জন সাহা

সুধাংশুরঞ্জন সাহা


■ চূর্ণ কবিতা


(১)
রিফু করা সংলাপে জমে থাকে
মিথ্যা আর অক্ষমতার গোঙানি ।

(২)
প্রতিটা আলোর ঝিলিক
ফুৎকারে উড়িয়ে দেয় অন্ধকার ।

(৩)
ভূগোলের দিশা এদিক ওদিক হলেই
মাটি ও মানুষের রসায়ন বদলে যায়।

(৪)
ভাটার টানে নেমে যাওয়া জলস্তরে
মিশে থাকে জীবনের নিচু স্বর ।

(৫)
উদাসীন সময়ের সিঁড়ি ভেঙে ভেঙে
মানুষ শিখে নেয় সহজ পর্যটন ।




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন