■ অভিশাপ
কেন যে গর্ভে কন্যাভ্রূণের এখনও জন্ম হয়?
কেন যে ধরণী এখনও অবধি রমণী শূন্য নয়?
কেন যে পৃথিবী এত উর্বরা অযথা শষ্যভার?
কী করে বাতাস বইছে এখনও নিয়ে এত হাহাকার?
কেন যে বোঝানো যায় না সৃষ্টি কতটা বেদনাময়?
কেন যে বুঝেও বোঝে না গর্ভ কতখানি বোঝা বয়?
কেন যে জেনেও ভুলে বসে থাকি ডিম্বের অবদান?
স্রষ্টা যখন সৃষ্টির তলে রসাতলে যাক প্রাণ!
বীর্যবান তো বিদ্ধ করেই মুক্ত নির্বিকার,
হলকর্ষণ না হলেও বয় প্রাণের সারাৎসার।
কেন যে এখনও মেয়েরা রয়েছে এই পৃথিবীতে পড়ে?
কেন যে জন্মদাত্রীবৃন্দ যায় না গ্রহান্তরে?
কেন যে মায়ের ভূমিকায় বসে এমন উন্মাদিনী?
কেন যে রক্তপাতেও বন্ধ্যা হয় না সৃজনভূমি?
অভিশাপ মেখে পড়ে থাকো ধরা বীরভোগ্যামন্য,
স্রষ্টার মান রাখবে না যদি সৃষ্টি কীসের জন্য?
সুচিন্তিত মতামত দিন