শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ

■ অপেক্ষা সিরিজ -

দুই পায়ে আঁকড়ে আছ জীবনের মাটি চৌকাঠে পাহারা দি প্রাণপণ
দুহাতে যতখানি কাটে হাওয়া শূন্য তোলপাড় করে বলি এখনি যাবেনা
তোমার আঙুল ধরে হাঁটে ছেলেবেলা চ্যানেলের ক্ষত আজ শিরায় শিরায়
কাঁধে তুলে ভাইকে বয়েছ কাঁধ পেতে আজ দেখ দাঁড়িয়েছে ভাই
আমার আঙুল ধর চল হাঁটা শিখি সবুজ চাদর ছেড়ে ফিরে চল বাড়ি
এইযে বাইশ দিন আজ বনবাস হোল তেমন ওষধি কই ভাইবোনে খুঁজি
তুমিতো পর্বত ছিলে শীতের প্রবাহ থেকে বাঁচিয়ে রেখেছ এতদিন
ধ্বস নেমে পাথর গড়ায়​ ওঠে নামে আশালতা খাদের কিনারা বরাবর
তোমারও তো হনুমান আছে এনে দেবে বিশল্যকরণী সন্ধান পেলে
তুমি ঠিক এভাবেই চাও সমস্ত প্রাণবায়ু জড়ো করে জীবন কে ডাক


■ অপেক্ষা সিরিজ - 

দুনিয়া আলোয় আলোময় তোমার ঘরের পর্দা টেনে দিই তাই
তোমারও তো সাধ হয় জানি সেরে উঠে উৎসবে একাঙ্গ হতে
তুমি রোজ বাড়ি বাড়ি কর আশ্বাস সার ফেরাতে পারিনা
আমরাও জ্বালিনি আলো আজ বাড়ি ছেড়ে দূরে আছ বলে
অ্যাপ্রন বালিকা বলে, "প্রদীপ জ্বেলেছ দিদি?" তাকে বলি এ সময় নয়
প্রিয়জন আরোগ্য হলে একসাথে উৎসব হবে আলোয় আলোয়
আকাশে কোথাও আজ কালো নেই একচুল রঙিন মশাল এত জ্বালছে সব
দুনিয়ার কালো এসে বসে থাকে আমাদের মন চোখ নিঃশ্বাস জুড়ে
ভালো হও বাবা ভালো হও তুমি বুকভরা ঘর ভরা অপেক্ষা জেগে
আমাদের দীপাবলি হবে সেই দিন সেইমাত্র তুমি বাড়ি এলে​...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.