■ আমার কৃষক ভাই
আমার দেশ, আমার কৃষক,লক্ষ লক্ষ যারা,
এগিয়ে চলেছে রাজধানীর দিকে, সংঘবদ্ধ ওরা।
আমার দেশ, আমার কৃষক, কন্ঠে ওদের স্লোগান,
অনেক সয়ে, বিদ্রোহী আজ,দেব আমারও তেজের জোগান।
হাঁটছে ওরা সামনের দিকে,প্রবল শীতের রাত,
আমিও কি দিয়েছি সঠিক সম্মান,চুমেছি সোনার হাত!
আজ আমি বেঁচে আছি কোঠা দালানে,মাথার উপর ছাদ,
কৃষক ভাইদের ফুটো টিনের চাল,আর সামনে অবিশ্বাসী খাদ।
হেঁটে চলেছে ওরা হিমেল রাতে, সঙ্গে দাবিদাওয়া নিয়ে,
জলকামানের জলের তোড়ে ভিজে জামা গায়ে দিয়ে।
সোনার হাত ফলায় ফসল, আমার কৃষক ভাই,
মনে রাখি যেন ,ওই হাতের জাদুতেই দুবেলা অন্ন পাই।
সুচিন্তিত মতামত দিন