রুমা ঢ্যাং অধিকারী

রুমা ঢ্যাং অধিকারী

■ পরশুরামের কুঠার


​এক নৃশংশবাদী মাস্কের পরিনয়ে কাটা পড়েছে সিঁথি​ ​

মাধবীলতার এই রাত​
স্নানপূর্ণিমার বলয় দেখে মনে হয় সীমা ধরে রাখা চাঁদ যেন
মেতে আছে ছিটেবেড়া দেবার তালে, উজ্জ্বলতমের

রক্তে ধোয়া তেমন জন্মশোধ
বিড়ালের চোখে নির্বাক পড়ে থেকে​

ঘুরে বেড়ায় লোকালয়ে...পুরুষাণুক্রমে​
তারা ঢেকে রাখে ঠোঁটওয়ালা টাওয়ার

মগজের খোলামকুচি
তাকেও ব্যাধিত করে বিক্রি হয় এযুগে শিয়ালের কোট

নিষাদস্বর শুধু জানে, জলাশয়ের দূরে
ফিরে আসা ক্রোধ, হত্যা, নারকীয় কুয়াশাপাঠ​

কুঠারের অভিশপ্ত সঙ্গ... পীতবর্ণের​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.