■ দুই পেয়ালা সকাল
প্লেট ঢাকা দেওয়া কাপ। কাপে হাত-পা বাঁধা চুমুক।
বন্দি তরল উষ্ণতা। পাশে জানালায় কাঁচা রোদ।
তোমার পেয়ালা মুক্ত। বাষ্প। তাতে নেই কোনও ক্রোধ।
প্রথম চুমুক বাকি। চোখ মেলে প্রতীক্ষা-মুলুক।
প্রভাতী চায়ের সঙ্গ। গাঢ় দুধ। লিকার ও চিনি।
যৌথ পান। চা-মেশানো পল। দিনের প্যাকেট কাটা।
তোমার ঘুম-লাঞ্ছিত চুল। ক্লিপটি এখনও সাঁটা।
চুলে ঝুলে আছে স্বপ্ন। ঝুঁকে দেখি তারা বেশ ঋণী।
প্লেট সরে। চুমুক লাফায়। প্রস্তুত প্রিয় বিস্কুট।
পুরনো অভিমানের মতো। ডুবছে। বড় কোমল।
পাড়ি দিল তৃপ্তিস্রোতে। তোমার মণি উজ্জ্বল গোল।
উঠছ। উঠছি। শুরু হল আগামী-সকাল-ছুট।
চুলে ঝুলে আছে স্বপ্ন। ঝুঁকে দেখি তারা বেশ ঋণী।
প্লেট সরে। চুমুক লাফায়। প্রস্তুত প্রিয় বিস্কুট।
পুরনো অভিমানের মতো। ডুবছে। বড় কোমল।
পাড়ি দিল তৃপ্তিস্রোতে। তোমার মণি উজ্জ্বল গোল।
উঠছ। উঠছি। শুরু হল আগামী-সকাল-ছুট।
সুচিন্তিত মতামত দিন