■ পল্লববরন পাল | নির্ধারিত বোধিনির্বাণ

■ পল্লববরন পাল |  নির্ধারিত বোধিনির্বাণ

এই সেই চন্দনগড়, যেখানে ঠাঠা বনস্পতির চাঁদোয়া-শরীর জুড়ে অসংখ্য তারা-রোদের চুমকি, অন্ধকারে রমণীসরোবর অবগাহনে শিরদাঁড়া বেয়ে হিহি শীতে নেমে যায় দেশি বিদেশি বৈষ্ণব শব্দাবলী, আর সৌহার্দ্য রাখতে ইলিয়ট থেকে সুধীন্দত্ত নরমে গরমে আপ্রাণ ফেভিকলে বাদুড় থাকেন চিলেকোঠা টু রাজপথ ভায়া ওয়াশ্রুম 

ট্র্যাফিকবাতি আদিগন্ত স্বাধীনচেতা জনগণতান্ত্রিক অথচ সম্মোহ উলঙ্গ সবুজ, তাই যেখানেসেখানে তৎসমীহ হোঁচট-পালট খেতে খেতে হোরেশিওর বন্ধুহাতের ওম নিঃশ্বাসে আহিরভৈরবীকে খুঁজি – খুঁজেই চলি – অনন্ত উপন্যাস – এক এক পাতায় সহসা ভেদাম্ল বমির মতো উঠে আসে চারশো চুয়াল্লিশটা কাটা শসার সন্ত্রাসউল্লাস – ধমণীময় দাবানলের নীলবাতি ওঁয়াওঁয়া দৌড়োদৌড়ি – ওয়াশ্রুম থেকে ছিটকে সটান চিলেকোঠা – চামড়ার ক্ষতস্থানগুলি তারা-রোদে সেঁকে নিই রুটিস্টাইলে – এপাশ ওপাশ – পরমান্নস্নান সেরে তারপর ঘুমিয়ে পড়ি বোধি-বনস্পতির সুজাতা প্রযত্নে - এসি বেডরুমের লাবডুব আরামশয্যায় – বুদ্ধের মতো – বাঁহৃদয় চেপে – কাত হয়ে

নির্বাণই কি দাড়ি? আজানু ওলনরেখা নির্মাণ? টু-বি-অর-নট-টু-বির নিবিড় নহবতে দমকা যবনিকার সহবৎ শিক্ষা? সম্পূর্ণচ্ছেদ? 

আর দশটার মতো এ গল্পের নটেগাছ কিন্তু এখানেই মুড়োয়নি – শ্যামল সিগন্যালের আশকারায় বেমক্কা ইলিয়ট-সুধীন্দত্তেরা উগ্রপন্থী অস্ত্রশস্ত্র হাতে এবার রাজপথ আগলে এসে দাঁড়ালো – সংবিধানের কপালশিরায় ঠাণ্ডা ইস্পাত নল ঠেকিয়ে লাশের নিঃশর্ত মালিকানা আদায় করে রেকারিঙ্‌ বিজয়ী-লাফে পৌঁছে গেলো নিজস্ব পাঁচিলঘেরা চন্দনবনে – 

লাশ উঠলো চোখ-ধোওয়া সম্মোহিত ইতিহাসের সুপ্রিম চিতাচুল্লিতে

জ্বলন্ত লাশ-চোখে এইবার দেখতে পাচ্ছি – কাচস্বচ্ছ -চন্দনধোঁয়ার ম-ম গন্ধে শিকারী চিতার মতো হিংস্র নৈঃশব্দে আস্তে আস্তে পবিত্রতর ভস্মস্থাপত্যের মহান নির্মিতি সংজ্ঞা হয়ে উঠছে আমার স্তন্যদায়ী মাতৃভূমি  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.