মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ

■ সাদা ঠিকানা


দরজায়​ নীলরঙের দুপুর একটি ক্ষতচিহ্নের স্মারক
বারবার মুছে রাখা টিসুপেপারের​ দাগে
সেঁটে​ আছে সেদিনের ব্যাকডেটেড চুমু
তোমার স্বেচ্ছাবিহারের দাগ মুছে স্বাবলম্বী ঠোঁট
মাঝরাতের শুকনো জিভ পাকস্থলী ভ্রমণে
তুলে আনে বারুদের অভিমান

না কোনো বিস্ফোরণ​ নয়
​নীল দুপুরের দরজায় আটকে রেখেছি​ ​
অ্যাসাইলামের সাদা ঠিকানা
​আদতে সরলতা শুধু বিপর্যয়কেই​ কাছে টানে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.