হরিৎ বন্দ্যোপাধ্যায়

হরিৎ বন্দ্যোপাধ্যায়

■ ছাদ


ছাদ ভেঙে গেলে​
প্রথম জেগে উঠেছিল সে
যেন তার সব দেহ পড়া হয়ে গেছে
এখন তাই মাথা নিয়ে ব্যস্ত
হাত পড়া হয়েছে ?
মুখের মতো কথা বলতে পেরেছ ?
টান টান করে
পা দাঁড়িয়েছিল পায়ে
তুমি দিনান্তে একবারও তাকে মন দিয়েছিলে ?
এখন
মাথা চেনার অভিজ্ঞতা
কোথায় কাজে লাগাবে বলো ?

ছুটে এলে মাথায়
কোথা দিয়ে এলে ?
সবাই তোমার মধ্যে জেগে আছে ?
জল ঘুমালে কিন্তু জল চেনা যায় না
ভুলে যাওয়া, উপেক্ষা ------- বোলো না
দোষ - গুণ ভুলে যাও​
মন বলুক ------- জানা হলো না ।



■ চোখ রাখব কোথায়

গত রাতেও আমার কবিতায় এসেছে
একটা চড়ুই, দক্ষিণের দুটো হলুদ বারান্দা,
একটা বিষন্ন নদী, বর্ষার বৃষ্টিতে ভেজা একলা রাস্তা
আজ সকালে তারা কোথাও নেই
কবিতার পথ ধরে আমি তাদের চিনি নি
তারা এমনই আসত নিজের নিজের গান নিয়ে
আমিও যে তাকে দু'একটা শোনাইনি তা নয়

নদী বিষন্ন না হলে ঢেউ চাইব কার কাছে ?
চড়ুই ছাড়া সকালের ক্যানভাসে কোনো রোদ নেই
বর্ষার একলা রাস্তার কাছেই তো জেনে নেব
বাকি রাস্তা হেঁটে যেতে কতবার বসতে হবে

হঠাৎ করে এতটা ফাঁকা জায়গা দেখি নি তো আগে
বুঝতে পারছি না, ঠিক কোথায় দাঁড়াব
এরা সবাই আমার চারপাশে ছিল
আমরা যে খুব কথা বলেছি তা নয়
তবুও ওরা ছিল ওদের মতো করে ---- থাকতেই হয়,​
তা না হলে চোখ রাখব কোথায়?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.