হরেকৃষ্ণ দে​

হরেকৃষ্ণ দে​

■ টালবাহানা

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ 
কতকগুলো অসম্ভব বটের ঝুরি
পাখির ভেসে থাকা বাতাসের ভেতর কামনার বাসায় দাঁড়িয়ে আছে

ভোরের স্বপ্ন হাতে সবুজ ক্ষেত জ্বলে উঠছে
টালবাহানার মৃদু শিখায়
পুড়ে যাচ্ছে রাত
নিজস্ব ছাই আগলে পৃথিবীর মত ঘুরে চলেছি

আমার ভেতর হিংস্র ভালোবাসারা 
শীত জখম করে চলেছে
আর নিতান্ত অনুশোচনার আঙ্গরায় গলিয়ে গলিয়ে পোড়া মাটির মানুষের কাছে নতজানুর জল শুষে 
স্ট্যাচুর মত চৌমাথায় রাত্রির গামছায় 
জ্যোৎস্না মুছে চলেছি

​ ​ ​ ​ ​ ​ ​ 
■ জীবন সংস্কার

সে ছিল আজও আছে​
যেমন মন ছিল ঠিক তেমনই আছে
যেভাবে হানা দিত জীবন জুড়ে
আজও সেভাবই হানা দেয় তেমনভাবেই

পিছিয়ে যাই অনেক অনেক সময়ের পথ ধরে
সে পথের চিহ্নিত স্মৃতিতে হাতের তালুতে বন্দী করি সোনালী সম্পর্ক

কত কত মনের কবাডিতে খেলে রাখা বিকেল
সবুজ মাঠের ফুরিয়ে যাওয়া দিনের আলোয় ডুবে আছে
যখন রোদের আলোয় আপন মনের প্রতিবিম্ব ছায়া ফেলে
তখন শত আলোকবর্ষকে নিকট শরীরের গন্ধে 
পাগল করতে থাকি

সময়ের প্রগলভতায় অন্তরের শিকলে 
জীবনের যে রিং বেজে ওঠে​
তাকে জীবন সংস্কারের মিছিলে শক্ত করি মনবলের অটুট ভালোবাসার চৌহদ্দি ঘিরে
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন