দেবাশিস মুখোপাধ্যায়




■ রঙ শুধু দিয়েই গেলে
দেবাশিস মুখোপাধ্যায়


সেলুনের আয়নায় দেখি আমার পুরুষ
বদলে দিচ্ছ তুমি সুনিপুন হাতে
তোমার ফেনায় ফেনায় ব্লেড ঝলসে ওঠে
হত্যা বা আত্মহত্যা র গল্প সেখানে নেই
তবুও খুন হয় রূপ
তার শরীর উড়ে যায় বাতাসে বাতাসে​
জড়ানো সাদা চাদরটি জানে
চিরুনি তল্লাশি না হলেও
শীত শেষে বসন্তের পথ
এসে গেছে আমাদের মফস্বলে




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.