নার্শিসাস চক্রবর্তী
0
নভেম্বর ৩০, ২০২০
■ মাদকতা
সিঙ্গাটা বেজেছে আর ধামসাও তাল খুঁজে চলে
সব ভাষা আজকেও আমার যে হয়নিকো জানা
এক মনে বসে সেই বুড়োটা যে লোককথা বলে
যুদ্ধযাত্রা তার শেষ হলে সুখ যাবে আনা
বুনো এই মদে আজ নেশা হয় টলে ঘর বাড়ি
আমার তো এক ফালি সুখ পেলে রাত টাই কাটে
ছবি হয় সমস্ত আমর্ষ যা যা দরকারি
কবিতা কি কবিদের প্রয়োজনে নেশা বুঝে হাটে
Tags
সুচিন্তিত মতামত দিন