■ সহোদর
জেগে উঠি কান্না শুনে তখন গভীর রাত
বাইরে এসে দেখি বসে কাঁদছে রবীন্দ্রনাথ।
চরণ ছুঁতে যেই গিয়েছি অমনি টেনে ধরে
চায় জানতে বাংলার সব লোক কি গেছে মরে?
নোবেল চুরি গেছে তাতে কোন দুঃখ নাই
দুধে ভাতে থাক বাঙালী শুধু সেটাই চাই।
রাখি বন্ধন করেছিলাম সবাই মিলে থাকব
বাঙালীদের সম্প্রীতিকে মজবুত করে রাখব।
নজরুল যা গেল বলে কারো কি মনে নাই
হিন্দু মুসলমান যে হলাম আমরা আপণ ভাই।
বাঙালীদের বাংলা নাকি ওরা রক্ষা করবে
শুনছি এবার বাংলার হাল ওরাই এসে ধরবে।
এসব দেখে শুনে আমি মরমে মরে যাই
বাংলা বাঁচানোর আবেদন নিয়ে এলাম তাই।
মিলেমিশে থাকো সবাই রাখো বাংলার মান
তোমরা সহোদর ভুলো না হিন্দু মুসলমান।
সুচিন্তিত মতামত দিন