■ প্রেম প্রত্যাবর্তন
আরো একবার হামাগুড়ি দিয়ে
গোপন গঙ্গা
অস্তমান আলোয় স্মৃতির রাসলীলা
যেখানে সংগোপন ছিল পথের দাবি
ভোরের শ্বাসমূল
ভূ-তলে পড়ে থাকা যে শুভ্রতা
বিকেলের ঢেউগুলোকে জড়িয়ে
উড়িয়ে দিয়েছে ঝরাপাতা
দুপুর রোদের হু হু ক্রন্দন
ছলছল দৃষ্টি কাশফুল সময়;
এইসব মনে রাখার একেকটা গোপন খুলে পড়ে
যদি
ভেসে যায় আপাদমস্তক,
হাওয়ার বুকে শব্দ ভিজে ওঠে
যদি
বলে এইসব সময়ের সাহায্য প্রার্থনা, প্রেম প্রস্থান;
হে প্রিয়তম বৃক্ষ,
তোমার ডালপালার ভেতর দিয়ে
তবে কি আবার প্রেম প্রত্যাবর্তন, আদুরে শীতকাল?
চলতে চলতে বাঁচা?
মৃত্যুর চোখ পেরিয়ে দূরে দেখা আমাদের জন্মসকাল।
হাওয়ার বুকে শব্দ ভিজে ওঠে
যদি
বলে এইসব সময়ের সাহায্য প্রার্থনা, প্রেম প্রস্থান;
হে প্রিয়তম বৃক্ষ,
তোমার ডালপালার ভেতর দিয়ে
তবে কি আবার প্রেম প্রত্যাবর্তন, আদুরে শীতকাল?
চলতে চলতে বাঁচা?
মৃত্যুর চোখ পেরিয়ে দূরে দেখা আমাদের জন্মসকাল।
■ পিপাসা
দীর্ঘশ্বাসের সমুদ্রে পিপাসা এত ঘন যেন,
দীর্ঘশ্বাসের সমুদ্রে পিপাসা এত ঘন যেন,
মাঝরাতের অন্ধকারে খুঁজছি এক আলোকবর্ষ
এক প্রভাতকন্যার ভুয়ো সন্ধ্যায়
এক প্রভাতকন্যার ভুয়ো সন্ধ্যায়
পরিপাটি
এক
আদি
দিগন্ত
অচেনা ধুলোর হামাগুড়ি চেনা ঘ্রাণ
এক
আদি
দিগন্ত
অচেনা ধুলোর হামাগুড়ি চেনা ঘ্রাণ
এক ময়মনসিংহের ছেলের চোখে ভরপুর ব্রহ্মপুত্র জল
শালিকডাকা দুপুর, বিদায় জবাকাহিনী
আদরভরা শেকড়ের ছাদ;
যেন তোমার উচ্চারণের জ্বলজ্বল শব্দ
তলপেট বিকেল সবুজ ঘাসফুল
নরম দ্বিধায় ঘাসের আঙুল
লাজুক স্টেশন সন্ধ্যা ছয়টা-
আশাবাদী তিস্তা এক্সপ্রেস
এইসব শুনে-শুনেই বেড়ে ওঠছে শাদা আগুন
এক বাবার হাহাকার
জানলার কাঁচে এক শুকনো মুখ
বিমুগ্ধ
প্রেমে
এক
অন্তর
শালিকডাকা দুপুর, বিদায় জবাকাহিনী
আদরভরা শেকড়ের ছাদ;
যেন তোমার উচ্চারণের জ্বলজ্বল শব্দ
তলপেট বিকেল সবুজ ঘাসফুল
নরম দ্বিধায় ঘাসের আঙুল
লাজুক স্টেশন সন্ধ্যা ছয়টা-
আশাবাদী তিস্তা এক্সপ্রেস
এইসব শুনে-শুনেই বেড়ে ওঠছে শাদা আগুন
এক বাবার হাহাকার
জানলার কাঁচে এক শুকনো মুখ
বিমুগ্ধ
প্রেমে
এক
অন্তর
পিপাসায়, কেউ নির্জন নয় নিঃসঙ্গ।
■ বাল্যপ্রেমিক
উপেক্ষা করার আগেই
কে জানে কীভাবে তুমি লিপিবদ্ধ করেছ
ভাঙনের সুর !
জীবন থেকে যা কিছু সম্ভব
যা কিছু গা-ঘেষা
সমস্ত কিছু ফুরিয়ে আসছে...
ফুরিয়ে আসছে আগামীকাল..
ভাঙনের সুর !
জীবন থেকে যা কিছু সম্ভব
যা কিছু গা-ঘেষা
সমস্ত কিছু ফুরিয়ে আসছে...
ফুরিয়ে আসছে আগামীকাল..
ফুরিয়ে আসছে সামলে রাখা
বুকের মধ্যে বুক
হাতের সঙ্গ পায়ের সঙ্গ
পবিত্র অভিমান
একটা সৌন্দর্য
স্বস্তির ভেতর আদান প্রদান।
হে বাল্য প্রেমিক,
তুমিই আমার ব্যর্থ অনুসন্ধান !
সুচিন্তিত মতামত দিন