মহোৎসব
রোদে ভেজা জানালার কার্নিশ
ছুঁয়ে যেত কত বিকেলের স্মৃতি
জীবনের কত রামধনু লেগে ছিল
আজ তাইই ধোঁয়া হয়ে গেছে উড়ে
পড়শির ঘুম ভাঙা ভোরে নিস্তব্ধ আলাপনে
জেগে থাকা কোকিলের সুর ভেসে আসত।
কাকেদের ভিড়ে আজ বেসুর রঙ লেগে
শৈবাল গা মোছে জলীয় প্রলেপে
আধুনিক চটকদার সমাজের টিনে
এখন জং ধরা মরচের ব্যস্ত প্রহসন
ভুলে গিয়ে মানবিকতা ভুল পথে পরিচালনা
নিয়মের বাইরে অনুশাসিত মহোৎসবও।
সুচিন্তিত মতামত দিন