জিজ্ঞাসাবাদ
ঝড় ওঠে
ভূভাগে নিরুপায় মানুষ
কী দোষ কে দোষী!
মাইক্রোফোন এগিয়ে আসে
এক শিশু বলে
এখানে শিক্ষার নামে বজ্জাতি
তাজা যুবক
এখানে চাকরি নেই
নারী
এখানে ধর্ষণ খুব হয়
চাকুরীজীবি
এখানে বেতন বাড়ে কম
বৃদ্ধ
এখানে মূল্যবোধের অভাব
প্রমাণ দিচ্ছেন -
ধর্ম্ম
আজকাল আমার কথার ফাঁকে অনেকে স্বার্থ খোঁজে
শিল্পী
এসবের ছবি এঁকে দিন চলে
বাউল
এসব গেয়ে ঘুরে বেড়ায়
বুদ্ধিজীবী
স্বার্থ আমার, ঘাত প্রতিঘাতে আর নেই
আতঙ্কবাদী
এসবের পিছনে সম্মান আর টাকা আছে
সরকার
সবই জানি অকপটে মানি কিন্তু আমি ভোট চাই
কলরব
অপরাধী কে!
একজন সংসারী উঠে এলেন
দায় অকপটে স্বীকার করলেন
বললেন টাকা ও সম্মানের উর্ধ্বে কিছু আছে তা ভাবিনি
ঝড় থেমে যায়
সাজা কেমন হবে বিবেচনার পালা
হঠাৎ মাইক বেজে ওঠে
সংসারী বেকসুর খালাস...........
সুচিন্তিত মতামত দিন