স্বপ্ননীল রুদ্র

অপৃথকীকরণ

■ অপৃথকীকরণ
 

গতরাতে ভস্মীভূত থমথমে মহল্লা পেরিয়ে,
ছাইরঞ্জিত আঙিনা থেকে চোখ ফেরাতে ফেরাতে
শুধু হাওয়া-হাঁটা পথ দিগন্তের কাছে পৌঁছে গেছে—

ক্ষেত আজ মুনিষবিহীন, নবান্ন-শঙ্কিত ধান্য
হেলে আছে বিষাদ-বালিশে; বিছানায় ধর্মহীন-রক্ত,
ছিটে এখানে ওখানে— পাশে যারা ছিল সব শব—
তাদের নাম পদবি ভারত-ম্যাপে যেন প্রতীকী...

রোদ আজ রোদে পরিপূর্ণ, পায়ে পায়ে ক্লান্ত ছায়া
খোঁজে ছায়া, অতৃষ্ণাও, নদীপাড়ের লাঘব-হাওয়া...
তটিনীর হ্রাসপ্রাপ্ত জলে দেখি এ মধ্য দুপুরে
ঝুঁকে রয়েছে সমস্ত ধর্ম— জলে নীল আকাশের
অনন্ত আয়না বসানো, অবিকল একই প্রতিচ্ছবি

ঝুঁকতেই দেখি আমার মুখও ধর্মভিন্নতাবিহীন
রক্তের রঙের মতো অপৃথকীকরণের
দাগ লেগে যাচ্ছে এ অস্তিত্বে...

■ পরিচিতি

Previous Post Next Post