রুমা ঢ্যাং অধিকারী

অতিক্রম

অতিক্রম


সময়কে ঈষৎ ফাঁক করে কোদালিয়া হয়ে ওঠা ধর্মপথ​
অথচ দিনের জঠর থেকে নিমেষকে অবসর দিয়ে, আমার পুরোহিতের অধিক --ভিন্ন কেউ নেই কোথাও

আড়াল... তাও ছিঁড়ে যায়​

তবু ছেঁড়া মানে তো টানাপোড়েনের মাথার নিচে
মার খাওয়া এক খেলা আর শুধু বিকলের ভঙ্গিমা

এইসব লাট খাওয়া দেখে সাফাই করে রাখা​
খিদেসম্পন্ন আলজিভ

হ্যা, আমি সেই নিত্যজনের মিত্রকুল

হাত ফসকে যাওয়া জন্মের সম্ভোগ ফুঁড়ে​
সকল বৈরিতা বহনের পর
গিলে নেয় নীল প্রজাতির অতিক্রম

■ পরিচিতি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.