রিমন ভৌমিক

মোচ্ছব


■ মোচ্ছব

আহারে আহারে করেই কাটিয়ে দিয়েছো ভ্রূণের জন্মকাল।​
এবার সগর্বে মুখ বদলের পালা,​
চেয়ে দেখ, খালপাড়ের বেওয়ারিশ লাশটাও ঢেকে গেছে সদ্য ফোটা কাশে।
ভুখা শিশুদের ভালোবেসেই বুঝি ঝাঁপ তুলেছে নামী রেস্তোরাঁ?

ধোয়া ওঠা প্লেটের কলজেতে ঔদ্ধত্য গুঁজতে গিয়ে
তুমি বুঝে গেছো নিশ্চয়-

ভেতরে কোথাও পচন ধরছে বলেই
মানুষ-পোড়া গন্ধেও অর্গাজম হয়।
Previous Post Next Post