■ দেবতার
মায়াবী খেলায়
পাথরেও আগুন ছিল এখন সেও নদী
প্রশ্ন করেছি তাঁকেও।
তাঁর বুকে মাথা রেখে ঘুমিয়েছি।
যেতে আসতে আলিঙ্গনে আলিঙ্গনে কেটেছে
যৌবনের অনেকটুকুই।
পাথর আমাকে ছুঁয়েছে ঠিকই কিন্তু বলেনি কিছুই।
আমার সব কথা শুনেছে কিন্তু বলেনি কিছুই।
আমার দগ্ধ বাড়ির ছাই ঢেউ তুলে নিয়ে গেছে নদী
কিন্তু বলেনি কিছুই।
পাথর চুইয়ে আসা জলে জলে নদীর শরীর
আমার গত জন্মের চিতাভস্মকেও নিয়ে গেছে দূরে।
ওই বন্দী জলের নির্বাক যৌবন অসহায় বয়ে যাচ্ছে।
আমি জল নিয়েছি, মাটি নিয়েছি তার সাথে যা যা ইচ্ছে
মিশিয়েছি আমার মনের মতোন -
তবুও রক্ষা হয়নি শেষটুকু।
এখনও অবহেলা চারদিকে।
অবিশ্বাসের কালো কাক ডেকে যায় রাতদিন।
মানুষের পেট থেকে অমানুষ আজও বের হয়ে আসে।
রোদ বৃষ্টি ঝড় জলোচ্ছ্বাস মহামারী এক নির্বোধ নগরের
সেপাই হয়ে দাঁড়িয়ে থাকে।
বৃন্তচ্যুত ফুলের উৎসবে আমাকে হারিয়ে ফেলি ।
আমাকে আজও দেখতে পাই না আমি
এবং ভুলে যাই, আমি মানুষ না দেবতা!
আমার দুপারেই শূণ্যতা ভরা মাঠ।
মানুষ ও অসুরের সংঘাতে সংঘাতে ঢেকে গেছে পথ।
সভ্য অসভ্যের লড়াইয়ের মাঝখানে স্বর্গের ছায়ার মিছিল-
দাঁড়িয়ে থাকে চুপচাপ।
বারবার বিপন্ন হয়ে যায় মানুষ।
পশু ও অসুরের পরম্পরা ফিরে ফিরে আসে লোকালয়ে।
কতটুকু গদ্য পদ্য হাহাকার নিয়ে মানুষেরা পণ্যময় হয়ে যায় -
তার হিসেব থাকে দেবতার কাছে।
পাথরেও আগুন ছিল এখন সেও নদী
প্রশ্ন করেছি তাঁকেও।
তাঁর বুকে মাথা রেখে ঘুমিয়েছি।
যেতে আসতে আলিঙ্গনে আলিঙ্গনে কেটেছে
যৌবনের অনেকটুকুই।
পাথর আমাকে ছুঁয়েছে ঠিকই কিন্তু বলেনি কিছুই।
আমার সব কথা শুনেছে কিন্তু বলেনি কিছুই।
আমার দগ্ধ বাড়ির ছাই ঢেউ তুলে নিয়ে গেছে নদী
কিন্তু বলেনি কিছুই।
পাথর চুইয়ে আসা জলে জলে নদীর শরীর
আমার গত জন্মের চিতাভস্মকেও নিয়ে গেছে দূরে।
ওই বন্দী জলের নির্বাক যৌবন অসহায় বয়ে যাচ্ছে।
আমি জল নিয়েছি, মাটি নিয়েছি তার সাথে যা যা ইচ্ছে
মিশিয়েছি আমার মনের মতোন -
তবুও রক্ষা হয়নি শেষটুকু।
এখনও অবহেলা চারদিকে।
অবিশ্বাসের কালো কাক ডেকে যায় রাতদিন।
মানুষের পেট থেকে অমানুষ আজও বের হয়ে আসে।
রোদ বৃষ্টি ঝড় জলোচ্ছ্বাস মহামারী এক নির্বোধ নগরের
সেপাই হয়ে দাঁড়িয়ে থাকে।
বৃন্তচ্যুত ফুলের উৎসবে আমাকে হারিয়ে ফেলি ।
আমাকে আজও দেখতে পাই না আমি
এবং ভুলে যাই, আমি মানুষ না দেবতা!
আমার দুপারেই শূণ্যতা ভরা মাঠ।
মানুষ ও অসুরের সংঘাতে সংঘাতে ঢেকে গেছে পথ।
সভ্য অসভ্যের লড়াইয়ের মাঝখানে স্বর্গের ছায়ার মিছিল-
দাঁড়িয়ে থাকে চুপচাপ।
বারবার বিপন্ন হয়ে যায় মানুষ।
পশু ও অসুরের পরম্পরা ফিরে ফিরে আসে লোকালয়ে।
কতটুকু গদ্য পদ্য হাহাকার নিয়ে মানুষেরা পণ্যময় হয়ে যায় -
তার হিসেব থাকে দেবতার কাছে।
Tags:
গদ্য কবিতা