নার্শিসাস চক্রবর্তী




কুয়াশায়



কতদিন কুয়াশা বেয়ে সাঁতার দেওয়া হয়নি
পক্ষপাতদুষ্ট হয়ে বলা হয়নি​
আমার চেতনার একমাত্র অধিষ্ঠাত্রী তুমি

আরো এক বিগত শতাব্দী এভাবেই কাছে টেনে নেবে
যারা যারা চলে যাবে পাবে এক চাঁদহীন রাত
আমিও আগলে রেখে তোমার কপোল​
সেঁকে নেবো আমার দু’হাত তোমারই চোখের জলে

বিভ্রান্ত সময় থাকবে কেবলই মুহুর্তের সন্ধানে​
যখন পেরেক-আঁটা পা আমার
আবারও পেরোবে কুয়াশা​ ।​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.