■ দূর ও শ্রাবণরূপা
যেদিন তুমি পূর্ণিমা চাঁদ মাথায় নিয়ে একলা দিঘির জলে স্নান করছিলে-
তোমার অনতিদূরে নার্সিসাসের ছদ্মবেশধারী...
নিজের আলোকভেজা ছায়ার সাথে সেদিনই প্রথম পরিচয়।
তোমার বুকের ওপর থেকে নিংড়ে নেওয়া ক্লান্তি ছুঁয়ে আমি শ্রাবণরূপা হলাম, দিঘির জলেও।
স্নানশেষে পূর্ণিমা চাঁদ ফেলে রেখে তুমি ফিরে গেছিলে বাড়িঘর কারুকাজময় অল্প ভিড়ের উষ্ণ শহরে।
আমাদের মাঞ্জাসুতোয় মাপা দূরত্বের দৈর্ঘ্য যতখানি, ঠিক ততটুকু এলাকা জুড়েই বিচরণ সেই জ্যোৎস্না আলোর।
এখন প্রাত্যহিক
মনপোড়ানো অগ্নিযজ্ঞের আবহে দূর থেকে ভেসে আসে মেঘমল্লার...
তোমার তো অজ্ঞাত নয় দূর, আমি আজন্মকাল স্পর্ধানুরাগী।