মাধবীলতা

দূর ও শ্রাবণরূপা

■ দূর ও শ্রাবণরূপা


দূর,
যেদিন তুমি পূর্ণিমা চাঁদ মাথায় নিয়ে একলা দিঘির জলে স্নান করছিলে-

আমি সেই কয়েকটা মুহুর্ত,​
তোমার অনতিদূরে নার্সিসাসের ছদ্মবেশধারী...

নিজের আলোকভেজা ছায়ার সাথে সেদিনই প্রথম পরিচয়।

তোমার বুকের ওপর থেকে নিংড়ে নেওয়া ক্লান্তি ছুঁয়ে আমি ​ শ্রাবণরূপা হলাম, দিঘির জলেও।​

স্নানশেষে পূর্ণিমা চাঁদ ফেলে রেখে তুমি ফিরে গেছিলে বাড়িঘর কারুকাজময় অল্প ভিড়ের উষ্ণ শহরে।​

আমাদের মাঞ্জাসুতোয় মাপা দূরত্বের দৈর্ঘ্য যতখানি, ঠিক ততটুকু এলাকা জুড়েই বিচরণ সেই জ্যোৎস্না আলোর।​

এখন প্রাত্যহিক​

মনপোড়ানো অগ্নিযজ্ঞের আবহে দূর থেকে ভেসে আসে মেঘমল্লার...​

তোমার তো অজ্ঞাত নয় দূর, আমি আজন্মকাল স্পর্ধানুরাগী।​


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.