■ শব্দের গ্রাফিতি
পৃথিবীর দেয়াল জুড়ে
ছড়িয়ে দাও শব্দের গ্রাফিতি
মনে রেখো তুমিই চে ফিদেল কাস্ত্রো
তুমি'ই মুক্তির অরুন্ধতি ।
স্বাধীনতা গণতন্ত্র মানবতা
শব্দগুলো নীরব .. ভীষন নিস্তব্ধ।
দগদগে ঘা এর মতো সমূহ স্বদেশ
তীব্র যন্ত্রনায় সংক্রামিত।
দূর্নীতিবাজ লোভী জোচ্চোর
আজ পৃথিবীর দখলদার -
বেনিয়া রাজনীতিতে সব লুটেরা
গড়ছে, সম্পদের পাহাড়।
ক্ষমতার দাপটে - রাষ্ট্রীয় মদতে
গণতন্ত্র আজ ধর্ষণ !
বেআইনি যত উচ্ছ্বাস,যৌনাঙ্গর উল্লাস
ভোট যন্ত্রের গর্জন।
তাই, এসময় পৃথিবীর প্রতিটি প্রান্তরে
হোক বুকে সাহস বাঁধার গান।
জয় বাংলা , জয় পৃথিবী
হোক জয় , ছাত্র শ্রমিক মজদুর কৃষাণ।
Tags:
কবিতা