■ আশাবাদী
লিখতে লিখতে..
হাঁপিয়ে গেছি,
বলতে বলতে শেষ!
ঘেন্না পাওয়াও...
অভ্যাস আজ,
নোংরা খেলার দেশ!
নারীখাদক..
দাপিয়ে বেড়ায় ,
শিকারের নেই শেষ!
রংবেরঙের..
প্রতিবাদে,
প্রচার জমছে বেশ!
ঠক বাঁচতে..
গাঁ উজার,
সত্যের নেই লেশ।
মিথ্যের তিলক..
মাথায় এঁকে,
ধরেছে সাধুর বেশ!
তবুও আশায় ..
বোধ চেতনায়
খুঁজি আলোর রেশ...!
মানুষের ঢল...
মানুষেরই বল,
মানুুুষই গড়বে দেশ।।
সুচিন্তিত মতামত দিন