ঘুম এবং অনান্য
তোমার নামে আবির রাখা আছে,
শরৎ সাঁজে আমিই ছুঁয়ে ছিলাম।
হৃদয় জানে ছোট্ট কোনও ঘাঁটি,
সেখান থেকে আদর তুলে নিলাম।
সবাই শুধু গ্রহণ ফুলের ঘ্রাণ,
দেবার বেলায় কেউ থাকে না জানি।
গোপন পথে একলা করে খেলা,
হৃদয় তোমার হারায়, তুলে আনি।
সব ভুলেছো কয়েক বছর হল!
আলতো কোন সুর তুলে নাও ঠোঁটে।
যাদের ঘরে ফেরার কথা ছিল
ঘুমায় কোথায়? কোন নগরে জোটে?
নাবিক তোমার সবুজ জলের পথে,
আমায় সবাই প্রেমিক বলেই চিনুক।
হাতের ফাঁকে তোমায় ধরে থাকি!
আমার নামে শরীর ভেজে ভিজুক।
এই আমাকে ছুঁড়েই ফেলে দিলে,
অবার তুলে রাখবে কোথায় ভেবো।
সময় হলে প্রাসাদ - পোষাক ফেলে...
কাছে এলেই আবার বুকে নেবো।
আমিই কাঁদি, হাসি কাঁদে আমার!
আবার মাটির প্রান্তে বসে থাকি!
মাটি আমার বুকের ওপর বাঁচে,
আমি ঘুমাই, শব্দ জেগে থাকে।
Tags:
কবিতা