অমরেশ বিশ্বাস​

 

অমরেশ বিশ্বাস​


■ ঘুম তাড়ানি ছড়া

একটা এমন ছড়া শোনাও​
শুনলে ভাঙে ঘুম
ঘুম ভাঙলে দেখব কোথাও​
নেই কোন নিঝুম।
ঘুম পাড়ানোর কত ছড়া
ঘুম ভাঙানোর নাই
আঁধার রাতে উঠব জেগে
এমন ছড়া চাই।
কেউ জেগে নেই সবাই এখন
ঘুমে অচেতন​
এই সময়ে ঘুম তাড়ানো​
বড়ই প্রয়োজন।
শুনব না আর এমন ছড়া
যা শুনে ঘুম পায়
দেখব তারা আকাশ ভরা
খেলব জোছনায়।
ঘুম পাড়ানি ছড়া শোনার
ইচ্ছে তো আর নাই​
ঘুম তাড়ানি ছড়াই শুধু
শুনতে এখন চাই।

 

ইতি টেনে দাও​

কোনদিন কি মানুষ হব না আমরা
করব শুধুই পশুদের আচরণ​
লজ্জায় মাথা হেট কি না হয়ে থাকে
অহরহ মনুষ্যত্বের হচ্ছে বিসর্জন।

অমানবিকতা দম্ভ এবং অহংকার​
নিত্য দেখছি মাথাচাড়া দিয়ে উঠছে
বিবেক নৈতিকতাও পর্যুদস্ত​
বিচারের লাগি পাষাণেতে মাথা কুটছে।

এত ঘন কালো আঁধার এসেছে নেমে
নেই কোত্থাও আশার একটু আলো
এমন আঁধার থেকে পরিত্রাণ পেতে
চিত্ত বারুদে আশার আগুন জ্বালো।

জীবন তো কারো বলির জন্য নয়
ওরা কিন্তু বলির পশুই রেখেছে ভেবে
চুপচাপ যুপকাষ্ঠে গলা দিলে এইভাবে​
কে তোমাদের পরিত্রাণ এনে দেবে।

হও সোচ্চার গলা ফাটাও প্রতিবাদে
সহ্যের সীমা ওরা যে করেছে পার
হয়তো ভেবেছে সব সবে মুখ বুজে
তেড়েফুঁড়ে যোগ্য জবাব দাও এইবার।

দুর্বৃত্তরাজের ইতি টেনে দিতে হবে
এই অরাজকতার হবে তবে অবসান
তাই প্রতিরোধ গড়ে তোলো দিকে দিকে​
যজ্ঞে আহুতি দিতে হলে দাও প্রাণ।

 


■ পরিচিতি 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.