পিন্টু ঘোষ

 

পিন্টু ঘোষ

প্রিয়তমাসু

 

সময় সময় পাল্টে নিলে সবকিছু
টি-টেবিল, অ্যাশট্রে, হাতঘড়ি.... সব....
জীবন পাল্টাতে লাফ দিলে​
​ ​ ​ ​ ​ ​ ​ একদেয়াল থেকে
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অন্য দেয়ালে

শোন, ওহে ধর্ম — ওহে প্রাণের কুক্কুরী
আজ থেকে শুধু তোমাকেই অনুসরন করবো

ধীরে ধীরে​
শিখে নেব
মরে গিয়েও বেঁচে থাকার কৌশল​

 

■ লেখক পরিচিতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.