পথ হারিওনা
তুমি পথ হারাওনি তো?
পথ হারিওনা। তোমার পরিশ্রমী পা যেখান থেকে হাঁটতে শুরু করে আর যেখানে গিয়ে পৌঁছাতে চায়, তার মধ্যে যে দুস্তর ব্যবধান, যে জানার সে জানে। যে স্বপ্নের সন্ধানে তুমি ঘরছাড়া হও আর যে পিছুটানে আবার ঘরে ফিরে আসো, তাও কারও অজানা থাকার কথা নয়।
যেটা জানা নেই তা হলো, তোমার ঘর বার দুইই সমান। তুমি জ্বালা ধরিয়ে দেওয়া রোদ্দুরে পুড়তে পুড়তে রাস্তায় গলানো পিচ ঢালো বলে আমরা কত স্মুদলি পেরিয়ে যেতে পারি। তুমি আর সেই রাস্তায় কোথায় যাও? তোমাকে ফেলে সভ্যতা এগিয়ে যায়। তুমি নিরাপত্তার তোয়াক্কা না করে ইট বালি রড সিমেন্টের মাখামাখি জীবন কাটিয়ে দাও ছোট্ট ঝুপড়িতে, তাই হাইরাইজের হু হু হাওয়ায় কত সোনার সংসারে আনন্দের আলো জ্বলে ওঠে। তোমার ফ্যাকাশে হাত কত যে রঙিন আঁচড় জানে! কত যে মুগ্ধতা এঁকে দেয়!
তুমি যেন এক বেমানান উপদ্রব। কোথাও শান্তি নেই তোমার। না ঘরে, না বাইরে। কোথায় যাবে এখন? নতুন কোনও সুখের সন্ধান তুমি জানো কি?
পথের সন্ধানেই বরং যাও। তোমার এক চিলতে ঘরে বড্ড দমবন্ধ অন্ধকার। আলোর ঠিকানা জানতেও তোমাকে পথেই বেরতে হবে। একান্ত নিজস্ব পথে। ঠিকানা হারিয়ে যায় যাক, পথ হারিওনা।
সুচিন্তিত মতামত দিন