পাগল ভালো করিয়ো না
উৎসব নামিতেছে দিকে দিকে
আহা ! বড় আমোদ হইতেছে
অ্যাড্রিনালিনের বাবা বহিতেছেন শিরায় শিরায়
আলো ভালো ফুল গন্ধ জোছনা ম্লান কেলে কুষ্টি না পাওয়া ভুলাইয়া দিবে
অদ্য কেহ আরো চাহিয়া লজ্জা দিবেন না
বর্ষা সেও মাথাগুলিকে ক্ষমাঘেন্না করিয়া দিবে আজ
কেহ আলু পটলের কুঁচো মাছের দর করিবে না
কেহ মজুরি বেশি চাহিয়া কলহ করিবে না
নকুলদানা চুষিতে চুষিতে সকলে শান্তিনিকেতন যাইবে ভগবানকে কৃতঞ্জতা জানাইতে
"কি করিয়াছেন মাইরি!"
আমাদিগের নাতিপুতিরাও প্রেম বিলাইয়া হর্ষবর্ধন হইবে
গৌরি সেন এক্ষণে কমলে কামিনী হইয়াছেন
দুটি একটি হিংসুক শোভাবর্ধন নিমিত্ত থাকা ভালো দেখিবে ফুলিবে পাতে লুচি প্রভৃতির যোগান দিবে
জয় মাতাদি
এ জনমে মোটেই পাগল ভালো করিয়ো না মা
সুচিন্তিত মতামত দিন