তফাৎটা কোথায়
তুমিও মানুষ আমিও মানুষ তফাৎটা কোথায়-
তফাৎ আছে আম্বানিতে আর ছেঁড়া কাঁথায় সর্বহারায়
তফাৎ আছে পাঁচতারায় আর ফুটপাথে ছাতু খাওয়ায়
তফাৎ আছে তোমায় আমায় আর নেতায়
তফাৎ আছে জাতপাতে বেশভূষায়
তফাৎ আছে শহর স্কুলে, গ্রামের পাঠশালায়
তফাৎ আছে সুপার স্পেশালিটি ,গরীবের জলপোড়ায়
তফাৎ আছে তিরুমালা তিরুপতিতেপুজো দেওয়ায়
তফাৎ আছে গ্রামের তুলসী তলায়, হরির লুট দেওয়ায়
যেমন তফাৎ আছে সাগর আর শুকনো ডোবায়।
তুমিও মানুষ আমিও মানুষ তফাৎটা কোথায়?
সুচিন্তিত মতামত দিন