রুমা ঢ্যাং অধিকারী

রুমা ঢ্যাং অধিকারী

পরিক্রমণ


কখনও কখনও একটা টানটান দৌড়ের অংশীদার​উদ্বিগ্নের অশ্বখুর
খাটের পাশে ছুটছে সন্ধের মণিকর্ণিকা

আগামীকাল যে কঠোর ফাঁক পঠিত হবে
শ্রাবণের অতৃপ্ত বর্ষায় পারদশিকারি হয়তোবা পাখির চঞ্চুতে​
দেখে থাকবে ভ্রূণের লিংক

সেই ঠোঁট লবনাক্ত হওয়ার আগে
চোখ জেনেছে পাকস্থলীর ভবিষ্যৎকাল

জেগে থাকা এই দ্বীপের স্থানবরাবর​
আমিই তো সেই হকারের সহকারী। পুরানো রঙিন শাড়ির​
এলোমেলো মেজাজ নিয়ে​ ঢুকে যাওয়া বন্ধ্যাজনিত মুজরোয়

তাদের চাউনির ঘরে হাঁটু গেঁড়ে​
তবে ঝাঁকিয়ে দিচ্ছি আশ্চর্যতম বাস্তবতা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.