রিমন ভৌমিক

রিমন ভৌমিক

পাথেয়


আকাশে মেঘ করে এলে​
আজও থমকে দাঁড়াই মাঝপথে।​

যারা ডান পথে হেঁটে গেলো
বলে গেলো-​
আকাশের বুক ছুঁতে তারা ঢুকে যাবে
​পাহাড়ের পেটে।

যে কজন বাম পথ ধরে গেলো,
তারাও জানালো-
​ভেসে থাকা ঠিক​ শিখে নেবে রাঘব বোয়ালের​ কাছে।

বিভেদক ঘেঁটে আমি বুঝলাম
ওরা মানচিত্র আঁকতে শেখেনি।

কাকভোরে উঠে দেখি
কাঁটা ঝোপে ঢেকে গেছে​
প্রাচীন পায়ের ছাপ।

মনে পরে,
সোজা পথে হেঁটে যাওয়ার কথা​ ​
বাবা ছাড়া কেউ​ কখোনো বলেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.