১।
জ্বালো আলো
আঁধার দূর হবে
আলোকলতা
নিজেকে পোড়ালে পুড়তে ইচ্ছে হবে
আগুন নিয়ে খেলোনা ছেলেখেলা
আগুন জমিয়ে রাখ্ বুক পাঁজরের ওমে।
২।
দিন চলে যায়
রাতে
চাতক ওড়ে
বৃষ্টি খুঁজে খুঁজে ফেরে
ভোকাট্টা প্রেম চোখে শ্রাবণ নামিয়ে রাখে
সকল প্রত্যাখ্যান কুঁড়ি হয়ে ফোটে।
৩।
নীরব তুমি আমি যখন বলি কথা
অলস তুমি যখন আমার ব্যস্ততা
হাসি তোমার মুখে
জানি
নিথর প্রতীক্ষা
পাথর বুকে বেঁচে ভালোবাসা।
৪।
অলস দুপুর
হয় নাকো দূর
চিন্তা
একাধিক ঝড় বুক বাজে ভরপুর
যদি সে হাতটা ধরে
যদি রাধা বাঁশুরী বাজায় ঘুমহীন রাতে।
৫।
শ্রাবণ ঘনালো বুকে
বর্ষা চোখে
যেওনা
আমাকে একা করে দিয়ে
দুজন একসাথে আরো একটুক্ষণ থাকি!
হৃদয়ের কষ্টে বৃষ্টি পাক কবিতার খাতা।
◆ লেখক পরিচিতি
জ্বালো আলো
আঁধার দূর হবে
আলোকলতা
নিজেকে পোড়ালে পুড়তে ইচ্ছে হবে
আগুন নিয়ে খেলোনা ছেলেখেলা
আগুন জমিয়ে রাখ্ বুক পাঁজরের ওমে।
২।
দিন চলে যায়
রাতে
চাতক ওড়ে
বৃষ্টি খুঁজে খুঁজে ফেরে
ভোকাট্টা প্রেম চোখে শ্রাবণ নামিয়ে রাখে
সকল প্রত্যাখ্যান কুঁড়ি হয়ে ফোটে।
৩।
নীরব তুমি আমি যখন বলি কথা
অলস তুমি যখন আমার ব্যস্ততা
হাসি তোমার মুখে
জানি
নিথর প্রতীক্ষা
পাথর বুকে বেঁচে ভালোবাসা।
৪।
অলস দুপুর
হয় নাকো দূর
চিন্তা
একাধিক ঝড় বুক বাজে ভরপুর
যদি সে হাতটা ধরে
যদি রাধা বাঁশুরী বাজায় ঘুমহীন রাতে।
৫।
শ্রাবণ ঘনালো বুকে
বর্ষা চোখে
যেওনা
আমাকে একা করে দিয়ে
দুজন একসাথে আরো একটুক্ষণ থাকি!
হৃদয়ের কষ্টে বৃষ্টি পাক কবিতার খাতা।
◆ লেখক পরিচিতি
সুচিন্তিত মতামত দিন