জন্মেই জন্নত
আয়ুর পাশে মিথ্যেই সব আয়োজন
পরজন্ম লিখে রেখে চলে গেছে নাবিক
আধাআধি আশ্রয়
নেভানেভা অন্ধকার
তন্নতন্ন খোঁজ ...শেষেও একটি মাত্র প্রশ্রয়
কোথায় যেনো ইনশাল্লার জীবন দেহ সাজাচ্ছে
কাঠের তক্তায়
আবার বুকের মধ্যিখানে একটা পুকুরে ডুব দিচ্ছে
অনেককটা বেনামী কাক
একদল কুকুর এঁটো আমিষ শুঁকেও
ফিরিয়ে নিচ্ছে নাক। কিন্তু কেনো ?
আকাশটা বিরাট
তাবিজ কবজ কব্জিতে ঝুলিয়ে জোর ধাওয়া করেছি আমি ।
তন্নতন্ন খোঁজ ...শেষেও একটি মাত্র প্রশ্রয়
কোথায় যেনো ইনশাল্লার জীবন দেহ সাজাচ্ছে
কাঠের তক্তায়
আবার বুকের মধ্যিখানে একটা পুকুরে ডুব দিচ্ছে
অনেককটা বেনামী কাক
একদল কুকুর এঁটো আমিষ শুঁকেও
ফিরিয়ে নিচ্ছে নাক। কিন্তু কেনো ?
আকাশটা বিরাট
তাবিজ কবজ কব্জিতে ঝুলিয়ে জোর ধাওয়া করেছি আমি ।
তোমায় নয় ..সেই নাবিককে
সুচিন্তিত মতামত দিন